• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এরআগে বুধবার বিকেলে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা নামক স্থানে ইজিবাইকে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিমুল।
নিহত শিমুল উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। সে চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
মনিরামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, শিমুল আমার ভাইপো। বুধবার বিকেলে প্রাইভেট পড়তে সে বাড়ি থেকে বের হয়। এরপর নিজে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যায়। তারা মনিরামপুরে ফেরার পথে ফকিররাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে আহত হয় শিমুলসহ তার অপর দুই বন্ধু।
বিল্লাল হোসেন বলেন, তাদের উদ্ধার করে স্থানীয়রা কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অবস্থা গুরুত্বর হয় চিকিৎসক শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বিল্লাল হোসেন আরও বলেন, পরে রাতে শিমুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে রাত ৩টার দিকে মারা যায় শিমুল।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের কোন খবর আমরা পাইনি।