• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: 
তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’  ”লিডার আসছে” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় যশোর এর স্থল বন্দর বেনাপোল  শহর। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল বলফিল্ড থেকে যশোর -১ আসন এর ধানের শীষের মনোনিতো প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিল এর আয়োজন করে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমান এর নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিরাপদ, গনতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন তারেক রহমন এর রাজনৈতিক দুরদর্শিতা গনতন্ত্রে অটল বিশ্বাস এবং জনগনের প্রতি দায়বদ্ধতা দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ভুমিকা রাখবে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যবর্তন করলে জনস্রোতে ভেসে যাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র।

তিনি আরো বলেন দীর্ঘ ১৭ টি বছর ধরে দেশে গনতন্ত্র ভোটধিকার ও আইনের শাসন ক্ষুন্ন হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো দুর্বল হয়ে পড়েছে এবং সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বাস্তবতায় দেশে একটি শক্তিশালী দুরদর্শী ও গনতান্ত্রিক নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তারেক রহমান সেই নেতৃত্ব দেওয়ার পুর্ণ সক্ষমতা রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মোনায়েম হোসেন ও আতাউর রহমান,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।