
ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইহুদি ধর্মীয় নেতা হযরত মুসা (আ.)-কে ব্যঙ্গ করার অভিযোগে তুরস্কে চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) ইস্তাম্বুল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র জনরোষ ও প্রতিবাদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তুরস্কের জনপ্রিয় ব্যঙ্গ সাময়িকী লেমান-এর সর্বশেষ সংখ্যায় এক মুসলিম ও এক ইহুদি ব্যক্তিকে করমর্দনরত অবস্থায় দেখানো হয়, যাদের পায়ের নিচ থেকে বোমা ঝরছে এবং মাথায় আলো ছড়াচ্ছে। মুসলিম চরিত্রের নাম ছিল ‘মোহাম্মেদ’।
ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এতে হযরত মুহাম্মদ (সা.) ও হযরত মুসা (আ.)-কে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে।
সোমবার ইস্তাম্বুলের কেন্দ্রীয় এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং অভিযুক্তদের ইসলামি শরিয়া আইনে শাস্তির দাবি জানান।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, “ধর্মীয় অনুভূতির প্রতি এমন অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।” প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র ফাহরেত্তিন আলতুন একে “বিশ্বাস ও মূল্যবোধে সরাসরি আঘাত” বলে মন্তব্য করেন।
তবে লেমান কর্তৃপক্ষ ব্যঙ্গচিত্রে নবী বা ধর্মীয় নেতাকে অবমাননার অভিযোগ অস্বীকার করে জানায়, কার্টুনটি ছিল মুসলিম বিশ্বের নীরবতা ও ক্ষমতাবান মুসলিম নেতাদের ইসরায়েলি আগ্রাসনের প্রতি পরোক্ষ সমর্থনের প্রতীকী উপস্থাপন। তারা দুঃখ প্রকাশ করে বলেন, “কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে আমরা দুঃখিত।”
এ ঘটনায় তুরস্কের বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :