
স্বপ্নভূমি ডেস্ক : ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রাথমিক পর্বে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েকে ১৬০ রানের বড় ব্যবধানে পরাজিত করে অভিষেক জয় তুলে নিল। শুক্রবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৮৪ রান সংগ্রহ করে, জবাবে জিম্বাবুয়ে মাত্র ১২৪ রানে অলআউট হয়।
ব্যাট হাতে রিফাত বেগ দুর্দান্ত ৭৭ রান করেন, যেখানে ১ ছক্কা ও ১০ চার রয়েছে। অধিনায়ক আজিজুল হাকিম ৩৪ রান ও বল হাতে ৩ উইকেট নেন। রিজান হোসেন ৩০ রান করে ৩ উইকেট শিকার করেন মাত্র ৯ রানে।
বাংলাদেশের শুরুটা ভালো ছিল না, দ্বিতীয় ওভারে জাওয়াদ আবরার আউট হন। কিন্তু রিফাত ও আজিজুলের ১১২ রানের জুটিতে দল গড়ে তোলে মজবুত ভিত্তি। ইনিংসের শেষ দিকে ফরিদ আহমেদ (৩৮) ও দেবাশিস দেব (৩৪*) ৫১ রানের অপরাজিত জুটি গড়ে দলকে শক্তিশালী স্কোরে নিয়ে যান।
জবাবে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে, মাত্র ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারায়। বেনি জুজে ৪৭ ও ব্লিগনাট ৩০ রান করেন, কিন্তু দল বড় সংগ্রহ গড়তে পারেনি। শেষদিকে মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ১২৪ রানে অলআউট হয়।
এই জয়ের সঙ্গে ফাইনালে বাংলাদেশের যুবরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।
আপনার মতামত লিখুন :