মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান ইয়াবা ও গাঁজাসহ আটক ৪
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪
স্টাফ রিপোর্টার, যশোর:
ইয়াব ও গাঁজাসহ আটক ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটককৃতরা হলো, রেলগেট পশ্চিমপাড়ার মৃত আলম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম সজীব, মৃত রহমত আলীর ছেলে মুন্না গাজী, শার্শা উপজেলার ত্রিমোহনী শ্যামলাগাছি গ্রামের শাহজালালের ছেলে সাব্বির হোসেন, ঝিকরগাছার সৈয়দপাড়া গ্রামে কাদের মালের ছেলে মাসুদ রানা কুতুব মাল,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে আটক এবং একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেছেন।
সংল্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দুপুরে শহরের রেলগেট পশ্চিমপাড়ার অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে জাহিদুল ইসলাম সজিবকে আটক ও তার কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিকেলে আটক সজিবকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়ে মাদক রাখার কথা স্বীকার করে বিচারকের কাছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফ উদ্দিন আসামি সজিবকে ৭ দিনের বিনাশ্রম করাদÐ ও ১শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সাজাপ্রাপ্ত সজিবকে কারাগারে পাঠিয়েছে।
গতকাল রোববার সকালে শহরের রেলগেট পশ্চিমপাড়া থেকে ২শ’২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্না গাজী মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদফতর। এ ঘটনায় আটক মুন্না গাজীর বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা একই এলাকার মাদক ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় আবুল হোসেন পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ৫শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুল হোসেনকে পলাতক দেখিয়ে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
দুপুরের শার্শা উপজেলার ত্রিমোহনী শ্যামলাগাছি গ্রামের শাহাজালানের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সাহাজালাল পালিয়ে গেলে তার ছেলে সাব্বির হোসেনকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ৫শ’২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঝিকরগাছার সৈয়দপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানা কুতুব মালকে আটক ও তর কাছ থেকে ১২ পিচ ইয়ব ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদফতর। এ ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :