• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চোরাই ট্রাকসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্য আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি চোরাই ট্রাকসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। বরিশালের গৌরনদী থেকে চুরি করা ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে যশোরে আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরামের বাড়ি থেকে একটি ট্রাক চুরি হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাতক মাসুদের নেতৃত্বে একটি চোরচক্র ট্রাকটি চুরি করে যশোরে নিয়ে আসে।

গোপন তথ্যের ভিত্তিতে যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

পরে যশোর সদর উপজেলার মুড়লী এলাকার অ্যাডভোকেট তহিদুর রহমানের মালিকানাধীন দোতলা মার্কেটের পাশের পিচঢালা সড়ক থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় চোরাই ট্রাক বিক্রির সময় ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাদারীপুরের হাফিজ বেপারী (৩২), ফোরকান শিকদার (২২), সোহেল ঘরামী (২৩) এবং তুষার রায় ওরফে সুসান্ত রায় (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে এবং জানিয়েছে, মাসুদের নেতৃত্বে তারা ট্রাকটি চুরি করে যশোরে এনে বিক্রির চেষ্টা করছিল।

এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই সৈয়দ শাহীন ফরহাদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক মাসুদসহ অন্যদের নামও উল্লেখ করা হয়েছে।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, “আটক ব্যক্তিরা পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
তথ্য অনুযায়ী, সুসান্ত রায়ের বিরুদ্ধে দুটি এবং ফোরকান শিকদারের বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে চুরির মামলাও।