বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপক রিধিমা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারী ২০২৬, ৬:৫২
ক্রীড়া প্রতিবেদক :
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের বিপিএলে গ্ল্যামার ও বৈচিত্র্য আনতে বিসিবি বিদেশি উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের পাশাপাশি ভারতের রিধিমা পাঠককে যুক্ত করেছিল। তবে গত কয়েক দিনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তের পর থেকেই দেশের ক্রিকেট মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় জরুরি সভা ডাকে বিসিবি। এরপরই নিরাপত্তা ইস্যু তুলে ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ। এমনকি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ারও দাবি জানানো হয়। এই ধারাবাহিকতায় এবার বিপিএলের প্যানেল থেকেও ভারতীয় মুখ সরিয়ে দিল বিসিবি।
ক্রিকেটীয় এই অস্থিরতার প্রভাব পড়েছে সরকারি পর্যায়েও। গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশের সব অপারেটরের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে।
প্যানেলে বর্তমান অবস্থা রিধিমা পাঠক বাদ পড়লেও ধারাভাষ্য প্যানেলে থাকা পাকিস্তানের রমিজ রাজা এবং ইংল্যান্ডের ড্যারেন গফদের মতো তারকারা যথারীতি দায়িত্ব পালন করছেন। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে রিধিমার নিরাপত্তা এবং সামগ্রিক পরিবেশ বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :