যশোরে এমপিওভুক্তের দাবিতে চার জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
স্টাফ রিপোর্টার, যশোর : দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এতে যশোরের আট উপজেলাসহ ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবেকরা অংশ নেয়। মানববন্ধনে ‘দাবি মোদের একটাই প্রতিবন্দী বিদ্যালয় এমপিও চাই, প্রতিবন্ধী অবহেলা নয়, নায্য অধিকার চাই, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার চাই- সহ বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘শিক্ষানীতির শতভাগ বাস্তবায়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা অনিবার্য প্রয়োজন। কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই দাবিতে তাঁরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু বিগত সরকার নানা সময় তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির যশোরের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ সভাপতি আব্দুল সালাম, সহ সম্পাদক মুক্তারুজ্জামান, প্রচার সম্পাদক মমতাজ খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :