
ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোর ছয়টার দিকে বাহ্রা স্কুলের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত হারুনুর রশিদ নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। স্থানীয়দের কাছে তিনি 'হারুন মাস্টার' নামে পরিচিত।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে তিনজন অজ্ঞাতনামা যুবক তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরজুড়ে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, "ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত চলছে।"
নিহতের ভাতিজা মো. শাহিন জানান, "আমার চাচা প্রতিদিনই সকালে হাঁটতে বের হতেন। আজও বের হয়েছিলেন। তখন তিনজন যুবক তার ওপর অতর্কিতে গুলি চালিয়ে পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা বুঝে উঠতে পারছি না।"
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :