• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল বন্দরে নিরাপত্তাকর্মীদের কাছে ঘুষ দাবি


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষার শর্তে ৩০ হাজার টাকা করে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে নতুন নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা সংস্থা আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড–এর অপারেশনাল ম্যানেজার শামীম শিকদারের বিরুদ্ধে।

বন্দরে বর্তমানে নিয়োজিত পিমা সিকিউরিটি সার্ভিস–এর ১২৯ জন নিরাপত্তাকর্মী এ অভিযোগ করেছেন। বুধবার (১৬ জুলাই) তারা বন্দর পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে বন্দরে দায়িত্ব পালন করছেন। তবে চলতি জুলাই মাসেই তাদের নিয়োগপত্রের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড দায়িত্ব নেবে।

অভিযোগকারীরা দাবি করেন, নতুন নিয়োগপ্রাপ্ত সংস্থার অপারেশনাল ম্যানেজার শামীম শিকদার চাকরি অব্যাহত রাখতে প্রত্যেক কর্মীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। নতুন আবেদনকারীদের কাছে চাওয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে। টাকা না দিলে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পিমা সিকিউরিটির এক কর্মী জানান, ঘুষ চাওয়ার বিষয়টি সরাসরি আল-আরাফাত সার্ভিসের কেউ বলেনি। বরং পিমার কমান্ডার (সিও) আল-আমিন এবং সুপারভাইজার মনির বিষয়টি তাদের জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল-আরাফাত সার্ভিস–এর অপারেশনাল ম্যানেজার শামীম শিকদার বলেন, “আমরা এখনো বন্দরের দায়িত্বভার গ্রহণ করিনি। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি একটি ষড়যন্ত্র। এখনও পিমা সিকিউরিটির সদস্যরাই দায়িত্বে রয়েছেন।”

ঘটনার বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, “ঘুষ বাণিজ্যের অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”