
যশোরের চৌগাছা উপজেলার কমলাপুর মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধকে গত কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। রোববার দুপুরে তাকে কমলাপুর মোড়ে একটি পরিত্যক্ত চায়ের দোকানের পাশে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :