
কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধন ও সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী ও গ্রন্থাগার স¤পাদক মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম স¤পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, ক্রীড়া স¤পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, আয়ুব খান, সদস্য রাজ্জাক আহমেদ রাজু, রাবেয়া ইকবাল, আব্দুল মমিন, আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, বিল্লাল হোসেন, জাকির হোসেন প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা যশোর-৬ আসনকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে যশোর-৬ সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :