চাঁদার টাকা না দেয়ায় হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদরের কাজীপুর গ্রামের নূর সোলাইমান নয়নকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নয়নের পিতা বদর উদ্দিন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
আসামিরা হলো, কাজীপুর গ্রামের মুন্সিপাড়ার নজরুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা, ছেলে মুন্না, রামনগর গ্রামের মিজানুর রহমান ও তার দুই ছেলে নয়ন ও হৃদয়, রবিউলের ছেলে পারভেজ, রোস্তম সরদারের ছেলে আনার, রবিউল ও তার ছেলে পারভেজ।
মামলার অভিযোগে জানা গেছে, নূর সোলামান ও আসামি মুন্নার বাড়ি পাশাপাশি। আসামি মুন্নার সাথে দীর্ঘদিন ধরে নূর সোলাইমানের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আসামিরা নূরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে খুন-জখমের হুমকি দেয়। চাঁদার টাকা না দেয়ায় গত ৩০ নভেম্বর রাতে আসামিরা নূর সোলাইমানকে তার বাড়ির সামনে পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। নূরের চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আত নূর সোলাইমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :