• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান পারভেজ ইমন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক
১২তম বিপিএলের উন্মাদনা শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে বিশ্বকাপের আসর। মেগা এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৮ জানুয়ারি দেশ ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তাই বিপিএলকেই বিশ্বকাপের আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন।

বুধবার (২৪ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমন জানান, বিপিএলের ম্যাচগুলো বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, “অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ থাকবে। আশা করি, ভালো প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব এবং সেখানে ভালো করতে পারব।”

সিলেট টাইটান্সের শক্তি ও প্রস্তুতি: এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন ইমন। দলের শক্তি ও ঘরের মাঠে প্রস্তুতির বিষয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। ইমন বলেন, “আলহামদুলিল্লাহ আমাদের দল খুব ভালো হয়েছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুশীলন সেশনগুলো খুব কার্যকর ছিল। দল থেকে ভালো ব্যবস্থাপনা পাওয়ায় ঘরের মাঠের সুবিধা আমরা পুরোপুরি কাজে লাগাতে পেরেছি।”

নেই কোনো সেঞ্চুরির চাপ: টি-টোয়েন্টিতে সেঞ্চুরি প্রতিটি ব্যাটারের স্বপ্ন হলেও ইমন নিজেকে কোনো নির্দিষ্ট বল বা রানের ফ্রেমে আটকাতে চান না। দ্রুততম সেঞ্চুরির কোনো লক্ষ্য আছে কি না—এমন প্রশ্নে এই তরুণ ওপেনার বলেন, “নির্দিষ্ট কত বলে সেঞ্চুরি করব, তেমন কোনো লক্ষ্য নেই। সবাই চায় সেঞ্চুরি করতে, তবে আমি ওভাবে ভাবছি না। আমি শুধু নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা করব।”

সহজ পরিকল্পনা: দলের পরিকল্পনা নিয়ে খুব বেশি জটিলতায় যেতে চান না ইমন। তার মতে, স্বাভাবিক ক্রিকেট খেলে ম্যাচ জেতাই তাদের মূল লক্ষ্য। আসন্ন বিপিএলে ভালো খেলে সেই আত্মবিশ্বাস ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপে কাজে লাগাতে মুখিয়ে আছেন এই মারকুটে ব্যাটার।