• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার এসআই সবুজ বিশ্বাস জানান, ১৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাফিজুলকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাফিজুলের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে, চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুজ্জামান জানান, একই দিন রাত ১টার দিকে নালিয়া গ্রামের একটি কার্টুন কারখানার সামনে অভিযান চালানো হয়। এসময় শামীম সিদকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামি আলম চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাগুলোর পৃথক দুটি মামলায় মোট দুইজনকে আসামি করা হয়েছে।