
স্বপ্নভূমি ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২৫ আগস্ট থেকে পরবর্তী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
তিনি ইংরেজি বিভাগের পূর্ববর্তী চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্বকালীন সময়ে বিধি মোতাবেক সকল ভাতা ও সুবিধা ভোগ করবেন তিনি।
ড. ফারজানা নাসরিন ২০১৪ সালে যবিপ্রবির ইংরেজি বিভাগে প্রথম শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে ইংরেজি বিভাগকে আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :