যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২
স্টাফ রিপোর্টার,যশোর:
নেশা কারার জন্য টাকা না পেয়ে মাকে মারপিট ও ছুরিকাঘাতে জখমের চেষ্টার অভিযোগের ছেলে রাতুল মোড়লের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী মা রাবেয়া বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামি রাতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। রাতুল যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি রাতুল নেশাগ্রস্ত। গাজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে। তিনি ও তার পরিবারের লোকজন রাতুলকে নেশা করতে নিষেধ করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। টাকা না দিলে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
গত ৯ জানুয়ারি বিকেলে রাতুল তার মায়ের কাছে ২ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে রাতুল তার মাকে মারপিট করে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে সে তার মাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয়। চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে আসলে রাতুল ঘরে গিয়ে জিনিষপত্র ভাংচুর করে। আলমিরা থেকে চুরি করে নিয়ে যায় ৩০ হাজার টাকা। এ বিষয়টি আত্মীয়দের সাথে আলোচনা করে তিনি এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :