• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯
ছবির ক্যাপশন: ad728

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শার্শা উপজেলার নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা মৃত জব্বার হোসেনের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রী ছিলেন বাবু। তিনি দরজার পাশে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ রেলস্টেশনে প্রবেশ করার সময় প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে হঠাৎ নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।