
স্বপ্নভূমি ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী বুধবার (৬ আগস্ট) থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ধারাবাহিক কাউন্সেলিং।
রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি জানান, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
অধ্যক্ষ বলেন,“ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধাপে ধাপে শিক্ষার্থীদের পাঠক্রমে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখনো পুরোপুরি উপযোগী পরিবেশ তৈরি হয়নি। তাই সাবধানে এগোচ্ছি।”
এছাড়া সোমবার (৪ আগস্ট) ক্লাস না থাকলেও শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য দিনটি ব্যবহার করা হবে বলে জানান তিনি। ওই দিন শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, কাউকে আতঙ্ক বা মানসিক অস্থিরতায় পেলে ব্যক্তিগত কাউন্সেলিং-এর ব্যবস্থা থাকবে।
তিনি বলেন,
“মূল পাঠদানের আগে কাউন্সেলিংভিত্তিক ক্লাস আয়োজন করেছি। এদিন একটি পূর্বনির্ধারিত পরীক্ষাও রয়েছে। অভিভাবকরা চান, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিক—এতে তারা দ্রুত স্বাভাবিক হবে।”
ঘটনায় নিহতদের একটি নির্ভরযোগ্য তালিকাও প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ, যাতে গুজব প্রতিরোধ করা যায়। তালিকাটি প্রকাশিত হয়েছে কলেজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।
অধ্যক্ষ জানান,
“আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদের কলেজ পরিবারের সদস্য। তবে বিমানচালক বা পথচারীদের মতো সরাসরি কলেজ-সংশ্লিষ্ট নন এমন কেউ তালিকায় অন্তর্ভুক্ত নন।”
তিনি আরও বলেন,
“এই মুহূর্তে কলেজের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে প্রয়োজন ধৈর্য, সহানুভূতি ও সত্যের প্রতি শ্রদ্ধা।”
আপনার মতামত লিখুন :