
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বানিয়াবহু গ্রামে একটি মানবকঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বাড়ির উঠানে মাটি সরে গেলে মানুষের খুলির মতো একটি বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দা লিটন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী চাঁচড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খনন কাজ শুরু করে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রশিদ জানান, তারা মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া কঙ্কালটি বানিয়াবহু গ্রামের মৃত ওলিউল্লাহ মাস্টারের ছেলে শহিদুল ইসলাম মন্টুর পরিত্যক্ত বসতভিটার মাটির নিচ থেকে পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, ওলিউল্লাহ মাস্টার ১৯
৭৭ সালে হঠাৎ নিখোঁজ হন এবং এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের কিছুদিন পর তার পরিবারের সদস্যরা ভিটাটি ছেড়ে যশোর শহরে চলে যান। বর্তমানে তার ছেলে শহিদুল ইসলাম মন্টু জীবিত রয়েছেন।
অনেকেই ধারণা করছেন, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ ওলিউল্লাহ মাস্টারেরই হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পাশাপাশি ডিএনএ পরীক্ষার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।
আপনার মতামত লিখুন :