• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আবারও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত যশোরের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার (২৯ জুন) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে যশোর শহরের শংকরপুরে নিজ বাসভবনের সামনে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী তানভীর ও অজ্ঞাতনামা ৪-৫ জন মিলে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। হামলার সময় বাবুল বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২৯ মে একই এলাকায় চাতালের মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন একাধিক মামলার আসামি আফজাল হোসেন। পরদিন তার জানাজা শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় বাবুল প্রথমবার সন্ত্রাসী হামলার শিকার হন।

বাবুলের ওপর এই ধারাবাহিক হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।