জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে : বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
স্টাফ রিপোর্টার, যশোর : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের শক্তি ভোটাধিকারে। এ ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছেন। ফলে জনগণের শক্তি ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে। যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে যশোর শহরের ঘোপ ধান পট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী কামরুন নাহার বেবির সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো আখের গোছাতে নির্বাচন চায় না। দেশের মানুষের জন্য কাজ করতে চায়। বিএনপি দেশের মানুষের রায় নিয়ে সংসদে যেতে চায়, ঠিক সেই কারণেই একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করে। এবং সেই নির্বাচনে আমরা বলবো না আমাদের ভোট দিতে হবে। আমরা বলবো আপনারা জনগণ আপনাদের পছন্দ অনুযায়ী ভোট দিন। তবে যাকে নির্বাচিত করবেন সে যেন সংসদে আপনার কথাটা উঠাতে পারে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনুসহ নগর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :