
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শোকজ করেছে।
সোমবার (৭ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষরিত দুটি পৃথক শোকজপত্র সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
শোকজপত্রে উল্লেখ করা হয়, তারা সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এসব আচরণ দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।
এই প্রেক্ষিতে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতরে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে একতরফাভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :