• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯
ছবির ক্যাপশন: ad728

সুদানের আবেইতে (Abyei) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UN Peacekeeping Mission) নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই অতর্কিত আক্রমণে আরও আটজন বাংলাদেশি সেনা আহত হয়েছেন। সব মিলিয়ে মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহতের শিকার হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা বিবৃতিতে জানানো হয়, সুদানের আবেইতে সন্ত্রাসীরা জাতিসংঘের একটি ঘাঁটিতে আক্রমণ চালালে এই হতাহতের ঘটনা ঘটে। সেখানে বর্তমানে যুদ্ধ বা সংঘাত চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুক পোস্টে জানায়, আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের শিকার হন বাংলাদেশি শান্তিরক্ষীরা।

আইএসপিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলছে।

আহত শান্তিরক্ষীদের জীবন বাঁচাতে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আহতদের উদ্ধার কার্যক্রমও পুরোদমে চলছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পেলে যথাসময়ে তা জানানো হবে। আন্তর্জাতিক শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশি সেনাদের ওপর এমন হামলা গভীর উদ্বেগ ও শোকের জন্ম দিয়েছে।