ব্যাটাররা সাবধান, পিএসএলে আসছেন মুস্তাফিজ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারী ২০২৬, ৬:৫২
ক্রীড়া প্রতিবেদক :
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল মাতানোর কথা ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নজিরবিহীন এক নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা ফ্যাঞ্চাইজি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে।
৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর মুস্তাফিজকে কিনলেও বিসিসিআইয়ের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্যাঞ্চাইজিটি। তবে আইপিএল থেকে বাদ পড়ায় মুস্তাফিজের সামনে খুলে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুয়ার। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে তাকে রাজকীয় স্বাগত জানিয়ে এক পোস্টে বলা হয়েছে, "ব্যাটাররা সাবধান... এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।"
নিরাপত্তা অজুহাতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবিও পাল্টা কঠোর অবস্থানে গেছে। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ক্রিকেটারদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে তারা বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বর্তমান পরিস্থিতিতে ভারতে দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং জাতীয় স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। দেশজুড়ে আইপিএলের সব ধরনের সরাসরি সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আসন্ন মৌসুমে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের খেলা দেখা যাবে না।
বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হতে হাতে খুব বেশি সময় নেই। এই অবস্থায় ভেন্যু পরিবর্তন বা নিরাপত্তা ইস্যুতে আইসিসি, বিসিসিআই এবং বিসিবির মধ্যকার ত্রিভুজ লড়াই কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়। তবে মুস্তাফিজকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংকট এখন কেবল ক্রিকেট মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা জাতীয় সম্মানের প্রশ্নে রূপ নিয়েছে।
আপনার মতামত লিখুন :