কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন-স্মারকলিপি প্রদান
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে পানি সরাও মানুষ বাঁচাও দাবিতে মানববন্ধন করাসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চাই কমিটির উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১১ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
দাবির ভেতর ছিল-জলাবদ্ধতার কারণে কেশবপুরবাসীকে অন্তত ছয় মাস পানিবন্দি থাকতে হয়। যে কারণে জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে রক্ষা করতে শহর রক্ষা বাঁধ হিসেবে হরিহর নদের দুই পাড় পাঁচ ফুট উঁচু করতে হবে। জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৎস্য ঘেরে ভূগর্ভের পানি উত্তোলন বন্ধ করতে হবে।
মানববন্ধনে ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুস সালাম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সোহেল হাসান আইদ, জাহাঙ্গীর কবির মিন্টু, এস এম ইমরান হোসেন, বাবুল হোসেন, কবির হোসেন রিপন, ফাইসেলুর জামান সাগর, মিল্টন, মিরাজ বিশ্বাস, বাবু, এনামুল কবির সবুজ প্রমুখ।
আপনার মতামত লিখুন :