• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইরান সীমান্তে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক : 
ইরানের সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ বিরতির পর এই অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। দক্ষিণ চীন সাগর থেকে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর স্ট্রাইক গ্রুপকে দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ভেনেজুয়েলা সংকটের কারণে ক্যারিবিয়ান অঞ্চলে শক্তি বাড়াতে গিয়ে মধ্যপ্রাচ্য থেকে প্রায় সব যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন। এমনকি গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-কেও ক্যারিবিয়ান অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। এর ফলে গত কয়েক মাস মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো কার্যকর বিমানবাহী রণতরী বা স্ট্রাইক গ্রুপ ছিল না। নতুন এই মোতায়েনের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করছে মার্কিন সামরিক বাহিনী।


এদিকে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং সাইট 'ফ্লাইটরাডার২৪' নিশ্চিত করেছে যে, তেহরানের জারি করা আকাশসীমা বন্ধের নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর আবারও নিয়মিত বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেই ইরান সরকার নির্দিষ্ট কিছু ফ্লাইট বাদে সব ধরনের উড্ডয়ন নিষিদ্ধ করেছিল। মূলত মার্কিন হামলার আশঙ্কা এবং অভ্যন্তরীণ বিক্ষোভের জেরে দেশটি এই কঠোর ব্যবস্থা নিয়েছিল।

গত কয়েকদিন ধরে ইরানের ওপর হামলার কড়া হুমকি দিলেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে কিছুটা নমনীয়তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগের অবস্থান থেকে ট্রাম্পের এই বক্তব্য অনেকটাই ‘নরম সুরের’। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পরিবর্তিত অবস্থান যুদ্ধ পরিস্থিতি কিছুটা শিথিল করতে পারে।

তবে সাগরে রণতরীর আনাগোনা এবং ইরানের সতর্ক অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের আকাশ এখনো পুরোপুরি মেঘমুক্ত নয়।