যশোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
স্টাফ রিপোর্টার, যশোর: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি বের হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে যেয়ে শেষ হয়।
পরে দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা সরদার রফিকুল আলমের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম গোলদার সাবেক সভাপতি সাইফুজ্জামান মজু বক্তব্য রাখেন। সভা শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
আলোচনা সভা শেষে যশোর পৌর পার্কের জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :