• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভরিতে ২৫০৮ টাকা কমলো সোনার দাম


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০
ছবির ক্যাপশন: ad728

অর্থনীতি ডেস্ক, স্বপ্নভূমি :
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানভেদে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই দাম আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হচ্ছে।

সোনার নতুন বাজারদর সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে এই মানের সোনার দাম আরও বেশি ছিল।

নতুন মূল্য তালিকা অনুযায়ী:
  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।
বিশ্ববাজারের প্রভাব বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও এর সমন্বয় করা হয়েছে। গোল্ডপ্রাইস ডট ওআরজি (goldprice.org) সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩৩২ ডলারে নেমে এসেছে। অথচ গত ২৬ ডিসেম্বরও এর দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছিল। বিশ্ববাজারে এই বড় দরপতনের প্রভাবেই দেশের ক্রেতারা এখন কম দামে সোনা কেনার সুযোগ পাচ্ছেন।

রুপার দাম অপরিবর্তিত সোনার দাম কমলেও বাজারে রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।

দেশের জুয়েলারি ব্যবসায়ীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম মেনে সোনা কেনাবেচা করার অনুরোধ জানিয়েছে বাজুস।