কেশবপুরে এবি পার্টির মতবিনিময় সভায় এমপি প্রার্থীর নাম ঘোষণা
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এবি পার্টির দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা এবি পার্টির আহবায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় এবি পার্টির সহসভাপতি ব্যারিস্টার খান আজম। বিশেষ অতিথির বক্তব্য দেন, এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, যশোর জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান। সভায় বক্তারা বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য ও জনগণের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবি পার্টি কাজ করছে’। একই অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ব্যারিস্টার মাহমুদ হাসানের নাম সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :