চৌগাছার প্রবাসী মিজানুরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : চৌগাছায় মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে মিজানুর রহমান নামে এক প্রবাসিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার মুক্তারপুর গ্রামের রেজানুর রহমান মোমিন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আব্দুর রহমান সোহাগ।
আসামিরা হলো, মৃক্তারপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের দুই ছেলে উজ্জল হোসেন ও নাজিম উদ্দিন এবং উজ্জল হোসেনের ছেলে তামিম হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, দুই বছর আগে আসামি উজ্জল হোসেনের সাথে মোমিনের ভাই মিজানুর রহমানের সাথে বাকবিতন্ডা হয়। এরপরে মিজানুর রহমান বিদেশে চলে যান। দু’মাস আগে মিজানুর রহমান বিদেশ থেকে দেশে ফিরে আসে। গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গ্রামের পশ্চিমপাড়ার জুল হোসেনের দোকানের সামনে বসে ছিলেন মিজানুর রহমান। দোকানে মিজানুরকে দেখে দ্রæত বাড়িতে চলে যায় আসামি উজ্জল হোসেন। কিছুক্ষণ পরে অপর আসামিদের সাথে নিয়ে উজ্জল ঘটনাস্থলে এসে মিজানুরকে কুপিয়ে হত্যার চেষ্টার চেষ্টা করে। গুরুত আহত মিজানুরকে মৃত ভেয়ে আসামিরা ফেলে রেখে চলে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় মামলা করতে বাধা দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :