• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাড়ছে না মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা : ইসি সচিব


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ছে না। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

 সচিব আখতার আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনের নতুন কোনো নির্দেশনা বা পরিকল্পনা নেই। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি। বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। ফলে তফসিল অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।

যাচাই-বাছাই সংশোধিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর সবার নজর এখন যাচাই-বাছাইয়ের দিকে। তফসিলে উল্লিখিত পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো—

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (২০২৬)।
  • আপিল দায়ের: বাছাইয়ে বাদ পড়াদের আপিল ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
  • আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি।

আজ সময়সীমা শেষ হওয়ায় আগামীকাল থেকেই রিটার্নিং কর্মকর্তারা জমাকৃত মনোনয়নপত্রগুলোর বৈধতা যাচাইয়ের কাজ শুরু করবেন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।