চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ডিলারের জরিমানা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ৬:৩৫
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় নীতিমালা ভঙ্গ করে সার বিক্রির দায়ে আব্দুল হালিম মল্লিক (৫৫) নাম এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মল্লিকবাড়ি বাজারের বিএডিসি সার ডিলার। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারায় উপজেলার সিংহঝুলী মল্লিকবাড়ির মল্লিক ট্রেডার্সের মালিক আব্দুল হালিম মল্লিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার নীতিমালা বহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে ওই ডিলারের বিক্রিকৃত ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানা গেছে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ যেন অতিরিক্ত দামে বা নীতিমালা লঙ্ঘন করে সার বিক্রি করেন। তিনি বলেন কৃষকদের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছ সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :