• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শিক্ষিকাকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকসহ একই স্কুলের ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের দেলুবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক নারী সহকারী শিক্ষিকাকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়সহ বিদ্যালয়ের ৬ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালেহা খাতুন লতা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। 

অপর আসামিরা হলো, মণিরামপুরের মোহনপুর গ্রামের মাসুদ রানার স্ত্রীর তাসলিমা খাতুন, জালঝাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে হোসেনেয়ারা খাতুন ডলি, জয়পুর গ্রামের মৃত ইজাহার আলীর ছেলে তৌহিদুর রহমান, বিজয়রামপুর গ্রামের তরিকুল ইসলাম ও দেলুয়াবাড়ি গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম। 
মামলার অভিযোগে জানা গেছে, সালেহা খাতুন লতা ওই স্কুলের গ্রন্থাগারিক শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় ২০২২ সাল থেকে লতাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় লতাকে মিথ্যা অপবাদ দিয়ে সাময়িক বরখাস্তসহ নানা ধরণের প্রশাসনিক হয়রানি করে আসছেন প্রধান শিক্ষক। তারই জের ধরে গত গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে লতাকে মারপিট শুরু জখম করেন প্রধান শিক্ষকসহ অন্য আসামিরা। মারপিটে মারপিটে অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে লতার স্বামী এবং ছেলে স্কুলে আসলে আসামিরা লতাকে মারপিট ও স্বামী এবং ছেলেকে একটি ঘরে আটকে রাখেন। এসময় বাদীর স্বামী মণিরামপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ এসে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত লতাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।