• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পাইকগাছায় কলেজ ছাত্রী নিখোঁজ


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 স্বপ্নভূমি ডেস্ক : খুলনার পাইকগাছার দেবদুয়ার মালোপাড়ার এক কলেজ ছাত্রী কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনা ঘটে ৩১ জুলাই (বৃহস্পতিবার) গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতা এলাকার একটি বিয়েবাড়ি থেকে।

নিখোঁজ ছাত্রী দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির সন্ধানে তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলছে।

নিখোঁজ ছাত্রীর পিতা জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে খুলনার ডুমুরিয়ার শোভনায় মামার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে ৩১ জুলাই মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তালা উপজেলার গুনালী নলতা এলাকায় যান।
বিয়েবাড়ি থেকে রাত ২টার দিকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুরো রাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ছাত্রীর মামা বলেন, “মেয়েটি কলেজে পড়লেও সে খুব সহজ-সরল। নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো বুদ্ধিমত্তা এখনো হয়নি। কেউ তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে।”
তিনি আরও জানান, যেকোনোভাবে মেয়েটিকে পিতামাতার কাছে ফেরত দিতে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে মেয়েটির মা অভিযোগ করেছেন, তার মেয়ে সহজ-সরল হওয়ায় কেউ অসৎ উদ্দেশ্যে তাকে হেফাজতে রাখতে পারে। তিনদিনেও কোনো সন্ধান না মেলায় তিনি দুশ্চিন্তায় পাগলপ্রায়।

পাইকগাছা থানার এসআই হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, তালা থানায় করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রীর সন্ধানে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।