• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আগামী ৫০ বছরের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করুন: ডাকসু ভিপি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৮
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিপুল ব্যবধানে জয়ী করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, এই গণভোটের মাধ্যমেই আগামী ৫০ বছরের বাংলাদেশের রাষ্ট্রের রূপরেখা নির্ধারিত হবে। এই লক্ষ্য অর্জনে ডাকসুর পক্ষ থেকে শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা শুরু করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’ শীর্ষক এক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কারের পথে বাধা না দেওয়ার অনুরোধ জানিয়ে সাদিক কায়েম বলেন, “অতীতে সংস্কারের পথে বাধা দেওয়ার কারণেই অনেক দল নিজেরা জুলুমের শিকার হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, সাময়িক ভুলের জন্য তারা যেন পুনরায় সেই পথে না হাঁটে।” যারা বর্তমানে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, তারা মূলত নিজেদেরই ক্ষতি করছে বলেও তিনি মন্তব্য করেন।


জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে ডাকসু ভিপি বলেন, “জুলাইয়ের শহীদেরা রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার জন্যই জীবন দিয়েছেন। প্রায় ৪০ হাজার ভাই-বোন তাদের অঙ্গ হারিয়েছেন। এই বিশাল ত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না।” তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। ২০২৬ সালের নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে।

প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা পেশিশক্তির রাজনীতি, মাফিয়াতন্ত্র বা চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়, তারা যে দলেরই হোক না কেন—তাদের ‘লাল কার্ড’ দেখাতে হবে। প্রার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও তরুণদের ক্ষমতায়ন নিয়ে অবস্থান স্পষ্ট করার ওপর তিনি জোর দেন।

তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে সাদিক কায়েম বলেন, “দেশের ৪ কোটি তরুণ এখনো ভোট দিতে পারেনি। তরুণরা যেদিকে যাবে, বিজয় সেদিকেই হবে। তরুণদের অবজ্ঞা করা মানেই নিজেদের ক্ষতি ডেকে আনা।” একইসঙ্গে তিনি ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটিয়ে মেধাভিত্তিক ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেন।

পরিশেষে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।