• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি আজ বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে শুনানি শুরু হবে। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে, তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত বুধবার মামলার অগ্রগতি বিষয়ে শুনানি শেষে আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে বিএনপির পক্ষে উপস্থিত আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ আরও অনেকে।

এর আগে ৩১ জুলাই আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় এবং ১৯ আগস্ট ছিল তৃতীয় দিনের শুনানি।

উল্লেখ্য, এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্টের রায়ে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেওয়া হয়।