• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে কর্মরত নারী পুলিশ সদস্যের গ্রামের বাড়ির মালামাল লুট করেছে দূর্বত্তরা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : যশোরে কর্মরত নারী পুলিশ সদস্যের নড়াইল লোহাগাড়ার সারুলিয়া গ্রামের বাড়িতে ব্যপক লুটপাট করেছে দূর্বত্তরা। গত ২৭ মে রাতে গেটের তালা ভেঙ্গে বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নারী পুলিশ সদস্যের দেবর মারুফ মোল্যা লোহাগাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। 
অভিযোগে জানা গেছে, এলাকার একটি মারামারি মামলায় নারী পুলিশ সদস্যের স্বামী কামরুল হাসান মিন্টু ও তার ভাই সাজ্জাদুর রহমান কচি কারাগারে আছে। বাড়িতে বসবাস করছিলেন মারুফ মোল্যা। গত ২৭ মে মারুফ মোল্যা সকালে প্রত্যেক রুমে ও প্রধাণ গেটে তালা লাড়িয়ে নানা বাড়ি বেড়াতে যান। এদিন রাত পোনে ১২ থেকে পরদিন ভোর রাতের মধ্যে দূবৃত্তরা বাড়ির প্রধান গেট ও রুমের তালা ভেঙ্গে সাড়ে ৪ ভরি সোনার গহনা, দুইপাল্লার ফ্রিজ, পানির পাম্প, ফ্যান, স্মার্ট টিভি, শাড়ি, থ্রিপিচ, থালা-বাটি সব কিছু লুট করে নিয়ে গেছে। মারুফ মোল্যা বাড়ি ফিরে জানতে পারেন, প্রতিপক্ষের জয় শিকদার, রফিক, রবিউল শরিফসহ অপরিচিত লোকজন এসব মালামাল লুট করে নিয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় লুট হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি লোহাগাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।