• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে গণপিটুনির শিকার জিন্নাত আলীসহ অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরতলীর পুলেরহাটে ইজিবাইক চোরের ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনির শিকার জিন্নাত আলীসহ অপরিচিত ৩/৪ জননের বিরুদ্ধে কোতয়ালি থানা মামলা হয়েছে। কৃষ্ণবাটি গ্রামের লিটন হোসেনের ছেলে হৃদয় হোসেন রিপন বাদী হয়ে এ মামলা করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে জিন্নাত আলীকে আটক করেছে। জিন্নাত কৃষ্ণবাটি আবাসন প্রকল্প এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, হৃদয় হোসেন রিপন তফসীডাঙ্গা গ্রামের শাকিল হোসেনের ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১৯ নভেম্বর সকালে পুরেরহাট বাজার থেকে আসামি জিন্নাত বাস টার্মিনালে যাওয়ার উদ্দ্যেশে ইজিবাইকে ওঠে। বাস টার্মিনাল এলাকার একটি চায়ের দোকানে রিপনকে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। ইজিবাইক চুরি করে জিন্নাত নড়াইলে বিক্রি করে দেয়। পরে জিন্নাত ইজিবাইটের টাকা দিতে স্বীকার হলেও না দিয়ে ঘোরাতে থাকে। 
গত ২ ডিসেম্বর সকালে পুলেরহাট বাজারে রিপন ও তার পিতার সাথে আসামি জিন্নাতের দেখা হয়। টাকা চাওয়া নিয়ে বাকবিতন্ডর একপর্যায়ে জিন্নাত তার পিতাকে ছুরিকাঘাতে জখম করে।  এ সংসাদ পেয়ে রিপনের মা ঘটনাস্থলে গেলে তাকেও জিন্নাত ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জিন্নাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসা শেষে আটক জিন্নাতকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে পুলিশ।