• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের কেশবপুরে বালিয়াডাঙ্গা দেবালয়ের মন্দিরে দুঃসাহসিক চুরি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ের মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রোববার রাতে চোরেরা ওই মন্দিরে ঢুকে বিভিন্ন বিগ্রহের স্বর্ণালংকর ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সোমবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ বলেন, রোববার রাতের আঁধারে চোরেরা বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ের কালীমন্দির, জগন্নাথ মন্দির, শিব মন্দিরের তালা ভেঙ্গে বিভিন্ন বিগ্রহের স্বর্ণালংকার, কষ্টি পাথরের তৈরি শালগ্রাম শিলাসহ পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।