• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের অভয়নগরে ৬৪ শিক্ষার্থী পেলো মেধাবৃত্তি পরীক্ষার সম্মাননা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : যশোরের ‘অভয়নগর প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশন (এ্যাপস) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪’র বিজয়ী ৬৪জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ্যাপস’র আয়োজনে রবিবার (১৯ অক্টোবর) দুপুর নওয়াপাড়া বাজারস্থ কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলের হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়।

এ্যাপস’র সভাপতি ও কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিন সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, এ্যাপস’র সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলের অধ্যক্ষ মাহাফুজা বেগম।

এ্যাপস’র সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ এর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪জন শিক্ষার্থীকে এ সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।