যশোরে ব্যাংক কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
স্টাফ রিপোর্টার, যশোর:
যৌতুক দাবির অভিযোগে এক ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ঝিকরগাছার খোর্দ্দ মাটিকোমড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ওই কর্মকর্তার স্ত্রী তানজিলা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্রট মাহবুবা শারমিন অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। ইসমাইল হোসেন চৌগাছার নরায়নপুর গ্রামেরস মৃত ইজাহারুল ইসলামের ছেলে ও শার্শা কৃষি ব্যাংকের জেনারেল অফিসার।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন আসামি ইসমাইল হোসেন পারিবারিক ভাবে তানজিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় আসামিকে সোনার গহনা, আসবাবপত্র দেয়া হয়। পরবর্তীতে স্বামী-শাশুড়ির খরচ বাবদ তানজিলা খাতুন প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেন। এক বছর যেতে না যেতে আসামি মায়ের প্ররোচনায় ১০ লাখ টাকা যৌতুক দাবি করে তানজিলার উপর মানসিক নির্যাতন শুরু করে। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তানজিলা খাতুন চলতি বছরের ১০ অক্টোবর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরবর্তীতে আসামি ইসমাইল হোসেন তার পরিবার বিষয়টি মীমাংসা করে নেয়ায় তানজিলা খাতুন ১৪ অক্টোবর মামলা প্রত্যাহার করে নেন।
তিন মাস যেতে না যেতে ইসলামইল হোসেন ফের ১০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী-সন্তানের খোঁজ খবর নেয়া বন্দ করে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আবারও তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :