নাইজেরিয়ায় আমেরিকার ‘সারপ্রাইজ অ্যাটাক’
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
আন্তর্জাতিক ডেস্ক :
নাইজেরিয়ায় সক্রিয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘লাকুরাওয়া’ এবং একাধিক ডাকাত গ্যাংয়ের আস্তানা লক্ষ্য করে ভয়াবহ বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। নাইজেরিয়ার সরকারের সরাসরি সম্মতিক্রমে এই অভিযান পরিচালিত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র দানিয়েল বিওয়ালা জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী এই সামরিক অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “গোয়েন্দা সূত্রে আমরা নিশ্চিত হয়েছিলাম যে, আইএসের সাহেল শাখার বেশ কয়েকজন দুর্ধর্ষ সদস্য নাইজেরিয়ায় প্রবেশ করে স্থানীয় ‘লাকুরাওয়া’ গোষ্ঠী ও অন্যান্য ডাকাত গ্যাংগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। এই হুমকির ভয়াবহতা বিবেচনা করেই নাইজেরীয় সরকার মার্কিন বাহিনীকে অভিযানের অনুমতি প্রদান করে।”
আফ্রিকার সাহেল অঞ্চল (সাহারা মরুভূমি ও সাভানা তৃণভূমির মধ্যবর্তী আধা-শুষ্ক এলাকা) বর্তমানে জঙ্গি তৎপরতার হটস্পটে পরিণত হয়েছে। মালিতে, বুরকিনা ফাসো এবং নাইজারের মতো প্রতিবেশী দেশগুলোতে আইএসের সাহেল শাখা (আইএসএসপি) ব্যাপকভাবে সক্রিয়। নাইজেরিয়া সরাসরি সাহেল অঞ্চলের অন্তর্ভুক্ত না হলেও এবং দেশটিতে আইএস সাংগঠনিকভাবে এখনও শীর্ষ পর্যায়ে না পৌঁছালেও, প্রতিবেশী দেশগুলো থেকে জঙ্গিদের অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাহেল অঞ্চলের দেশগুলো থেকে আসা প্রশিক্ষিত জঙ্গিরা নাইজেরিয়ার স্থানীয় ডাকাত দলগুলোর সঙ্গে জোট বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মূলত এই ‘জোট’ ভেঙে দিতেই মার্কিন বিমান বাহিনীর সহায়তায় নিখুঁত হামলা চালানো হয়েছে। তবে এই অভিযানে কতজন হতাহত হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত জানানো হয়নি।
নাইজেরিয়ার সরকার জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :