যশোরে ৬৯ লাখ টাকার স্বর্ণের বারসহ ১জন আটক করেছে বিজিবি
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০
স্টাফ রিপোর্টার, যশোর:
৬৯ লক্ষ টাকা মূল্যের ১টি স্বর্ণের বারসহ ইমরান হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে। সোমবার যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে চোরাচালান দমন আইনে কোতয়ালী থানায় মামলা করেছে।
আটক ইমরান হোসেনকে মামলা তদন্তকারী কর্মকর্তা সন্ধ্যায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে ও উদ্ধার হওয়া স্বর্ণের বারটি ট্রেজারিতে জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবি’র একটি টহলদল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারে অভিযান চালায়। এসময় সন্দেহজনক ভাবে বাসস্ট্যান্ড থেকে ইমরান হোসেনকে আটক করা হয়। আটক ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণেবার উদ্ধার করা হয়। যার দাম ৬৯ লক্ষ ৩৯ হাজার ২শ’১২ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন জানিয়েছে, ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলো। ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আপনার মতামত লিখুন :