• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ: পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সামরিক চৌকিতে আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও সংঘাতের খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার অভিযোগের পর এই নতুন করে সংঘাত শুরু হলো।

শনিবার (১২ অক্টোবর) দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই সংঘর্ষের খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে তারা ‘পূর্ণ শক্তি দিয়ে’ প্রতিক্রিয়া জানাচ্ছেন। সীমান্তের ছয়টিরও বেশি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ডন পত্রিকা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগান তালেবান বাহিনী বিনা উসকানিতে পাকিস্তানের একাধিক সীমান্তচৌকিতে হামলা চালালে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের ‘একাধিক সীমান্তচৌকি ও সশস্ত্র অবস্থানের’ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাংকসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে।

নিরাপত্তা কর্মকর্তাদের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের দিকে গোলা ও বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, যা রাতের আকাশকে আলোকিত করে তুলেছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তালেবান বাহিনী তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি এই হামলাকে পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাল্টা অভিযান বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, স্থানীয় সময় মধ্যরাতে আক্রমণটি শেষ হয়। খোয়ারাজমি আরও হুঁশিয়ারি দেন যে, যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তবে তাদের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত।

সংঘাতের এই খবর এমন সময় এল, যখন গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।

ইসলামাবাদ যদিও বিমান হামলার অভিযোগ সরাসরি স্বীকার বা অস্বীকার করেনি, তবে কাবুলকে তারা বারবার ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে।

(সূত্র: রয়টার্স ও ডন)