• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাবি ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন আজীবনের জন্য বহিষ্কার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ছাত্রীদের প্রতি কটুক্তি করার অভিযোগে ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থানায় মামলা দাখিল করেছে ছাত্রদল।

নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ অনুসন্ধান সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত ২ সেপ্টেম্বর, যখন হল কর্তৃপক্ষ ৯১ ছাত্রীকে রাতে দেরি করে ফেরার কারণে কারণ দর্শানোর নোটিশ দেয়। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে মিলন ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ উল্লেখ করে কটুক্তিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় ছাত্রীরা ৩ সেপ্টেম্বর রাতে বিক্ষোভ দেখায় এবং তার শাস্তি দাবি করেন।

তৎক্ষণাৎ ছাত্রদল মিলনকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তদন্ত কমিটি গঠন করে। কমিটি জানায়, অভিযুক্ত বারবার যোগাযোগ করেও সন্তোষজনক জবাব না দেয় এবং ফোন বন্ধ করে রাখে, যা তার কটুক্তি ইচ্ছাকৃত প্রমাণ করে।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “নারীর প্রতি সহিংসতা বা কটুক্তি ছাত্রদল কখনই বরদাস্ত করবে না। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”