• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জাতীয় নির্বাচন: ফেব্রুয়ারিতেই ভোট, প্রস্তুতি শুরু ইসির


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা যে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার কথা বলেছেন, আমরা খুব শিগগিরই তা পাব বলে আশাবাদী।"

সিইসি জানান, নির্বাচনকে সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশন এক মাস সময় ধরে সব পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চালাবে। এতে করে একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এছাড়া সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সিইসি বলেন, “ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব এড়াতে সীমানা নির্ধারণে কঠোর নিয়ম অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি জানান, আগামী ১০ আগস্ট পর্যন্ত সীমানা সংক্রান্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন।