• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ছাত্রদলের মানববন্ধন: অনার্স ফরম ফি বৃদ্ধি বাতিলের দাবি


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (সম্মান) ২০২২–২৩ শিক্ষাবর্ষের ফরম ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে বুধবার (২৭ আগস্ট) সকালে মানববন্ধন করেছে ছাত্রদল।

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, ফরম ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, উচ্চশিক্ষা সহজলভ্য করার পরিবর্তে খরচ ক্রমেই বেড়ে চলেছে, যা শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা ফি বৃদ্ধির সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে বাতিল এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার, জাহিদুল ইসলাম বিল্টু, আকিব আনোয়ার, গোলাম সারোয়ারসহ অন্যান্য নেতাকর্মীরা।