• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অস্ত্রের মুখে ব্যবসায়ীকে গর্তে পুঁতে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুকসমান গর্তে পুঁতে রেখে চার কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে পদস্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন দপ্তরীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর (৪৮) স্ত্রী আসমা খাতুন ৩১ জুলাই রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, গত বছরের ২ সেপ্টেম্বর বিএনপি নেতা জনির ব্যক্তিগত কার্যালয়ে তার স্বামীকে ডেকে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে প্রথম দফায় ২ কোটি টাকা আদায় করা হয়। এরপর একই বছরের ১৮ সেপ্টেম্বর আবারো তাকে আটক রেখে বুক পর্যন্ত গর্তে পুঁতে রেখে আরও ২ কোটি টাকা দাবি করা হয়।

এই টাকা চাপে পড়ে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৮ লাখ এবং অন্য ব্যাংক থেকে ৩২ লাখ টাকা পাঠানো হয় সাংবাদিক মফিজের হিসাবে। এ ছাড়া আরও ১ কোটি টাকার দুটি চেকে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

আসমা খাতুন জানান, বর্তমানে তার স্বামী নিরাপত্তার অভাবে এলাকা ছেড়েছেন এবং পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। একমাত্র ছেলের পরীক্ষা ফরম পূরণ করতেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান জনির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আর অভিযুক্ত সাংবাদিক মফিজ উদ্দিন দাবি করেছেন, “আমি সেই মফিজ না,” বলে ফোন কেটে দেন।

স্থানীয় একাধিক ব্যবসায়ী ও সাংবাদিক আসমার অভিযোগকে “শতভাগ সত্য” বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি আবদুল আলিম জানান, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”