• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান ও দপ্তর সম্পাদক মশিয়ার রহমান তাদের নিজ নিজ দায়িত্বের বার্ষিক রিপোর্ট পেশ করেন। উন্মুক্ত আলোচনায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সদস্য দিলীপ মোদক, কে এম কবির হোসেন, শাহীনুর রহমান, শেখ শাহীনুর ইসলাম, আব্দুল মোমিন, আব্দুল করিম, রুহুল আমিন খান, কামরুজ্জামান রাজু, আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ। বক্তারা নির্বাহী কমিটির গত এক বছরে প্রেসক্লাবের উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
সভায় প্রেসক্লাবের সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী দিনগুলোতে প্রেসক্লাবের উন্নয়নসহ সাংবাদিকতার গুনগতমান বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ সভার কার্যক্রম শেষ করা হয়।